রাবির দুই শিক্ষার্থীর ওপর হামলা, ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের দুই শিক্ষার্থীকে গত রাতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে।
বিজ্ঞাপন
তারা জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার, কাজলা পুলিশ ফাঁড়ির জবাবদিহিতা নিশ্চিত এবং কাজলা ক্যান্টিন কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।
বিক্ষোভকারীরা সন্ত্রাসবিরোধী স্লোগান দিয়ে মহাসড়ক অবরোধ করেছেন। অবরোধের কারণে অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারছে না। যানজট সৃষ্টি হওয়ায় অনেক গাড়ি চালক বিকল্প রাস্তা ব্যবহার করছেন।
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীরা গ্রেফতার না হয়, তবে আন্দোলন আরও জোরদার করা হবে। তারা ভিপি ও ক্যান্টিন কর্তৃপক্ষের অসহযোগিতার জন্যও ক্ষোভ প্রকাশ করেছেন।
প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানিয়েছেন, পুলিশ ইতোমধ্যে চেষ্টা করছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের বোঝানোর জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
হামলার ঘটনার বিবরণ অনুযায়ী, গতরাতে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের একটি রেস্টুরেন্টে মোটরসাইকেলে এসে কালো কাপড় দিয়ে মুখ ঢাকা দুর্বৃত্তরা তিন শিক্ষার্থীর ওপর হামলা চালায়। ফাইনান্স বিভাগের আল ফারাবী ও তাহমিদ আহমেদ বখশীকে তারা তুলে নিয়ে যায়। পরে ফারাবীকে বিনোদপুর এলাকা থেকে এবং বখশীকে হাবিবুর রহমান হলের সামনে থেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ফারাবী আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মাদার বখশ হল শাখার নেতা ছিলেন। ১৫ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে তিনি ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন। এই ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা ও দায়বদ্ধতা নিশ্চিত করার দাবি আরও জোরদার হয়েছে।








