Logo

তারেক রহমানের জন্মদিনে ঢাবিতে ২০ টাকায় বইবিক্রি ও চারা বিতরণ

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৯ নভেম্বর, ২০২৫, ১৮:০৪
10Shares
তারেক রহমানের জন্মদিনে ঢাবিতে ২০ টাকায় বইবিক্রি ও চারা বিতরণ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশেষ বই বিক্রির আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভোদয়।

বিজ্ঞাপন

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এই কার্যক্রম শুরু হয়।

এই অনুষ্ঠানে মোট ৬১টি বই ২০ টাকার শুভেচ্ছা মূল্যে বিক্রি করা হয়। বিক্রিত প্রতিটি বইয়ের সঙ্গে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। বিক্রয়ের বিষয়বস্তুতে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে লেখা বইগুলো অন্তর্ভুক্ত ছিল।

বিজ্ঞাপন

শুভোদয়ের প্রতিষ্ঠাতা ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল জানান, বিগত ১৭ বছরে তারেক রহমানকে একপ্রকার নিষিদ্ধ ব্যক্তি হিসেবে দেখা হতো। বাংলাদেশের জাতীয়তাবাদ সম্পর্কিত বিষয় তরুণ প্রজন্মের কাছে পৌঁছানোর কোনো সুযোগ ছিল না। এই উদ্যোগের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কাছে এসব বিষয় পৌঁছে দিতে চাই।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের দারুণ সাড়া পেয়েছি। মাত্র আধা ঘণ্টার মধ্যে সব বই বিক্রি হয়ে গেছে। শিক্ষার্থীরা আমাদের উদ্যোগকে অত্যন্ত উৎসাহের সঙ্গে গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

উদ্যোগটি কেবল বই বিক্রি নয়, একই সঙ্গে গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যও সুনিশ্চিত করেছে। এই ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ইতিহাস ও রাজনীতির সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত করানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় অংশগ্রহণের সুযোগও দিয়েছে।

ঢাবির শিক্ষার্থীরা জানিয়েছেন, ছোট মূল্যে মূল্যবান বইয়ের পাশাপাশি গাছের চারা পাওয়ায় তারা উভয়ই উপকৃত হয়েছেন। অনুষ্ঠানটি শিক্ষার্থী সমাজের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD