Logo

ডাকসু সদস্য রাফিয়া পুলিশি হেনস্তার শিকার: সাদিক কায়েম

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১৮ নভেম্বর, ২০২৫, ১১:৩০
100Shares
ডাকসু সদস্য রাফিয়া পুলিশি হেনস্তার শিকার: সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া পুলিশি হেনস্তার শিকার হয়েছেন— এমন অভিযোগ তুলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ঘটনাটি তুলে ধরেন।

সাদিক কায়েম জানান, ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় রাফিয়াকে পুলিশ আটকানো ও হেনস্তা করা হয়। তাঁর দাবি, বাহিনীর পোশাক বদলালেও কিছু সদস্যের আচরণে আগের রাজনৈতিক প্রভাব এখনো রয়ে গেছে। সেই প্রভাব থেকেই হয়রানির ঘটনাটি ঘটতে পারে বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন

ভিপি আরও বলেন, শুধু রাফিয়া নন— একই এলাকায় সেদিন বহু শিক্ষার্থী হামলার শিকার হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হয়েছেন দাবি করে তিনি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

পোস্টে তিনি অভিযোগ করেন, পুলিশ বাহিনীর ভেতরে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা অনৈতিক ব্যক্তিদের এখনও সক্রিয় দেখা যায়। তাদের দ্রুত শনাক্ত করে অপসারণ না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ও কর্মকর্তার বিতর্কিত ভূমিকার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

স্ট্যাটাসের শেষাংশে সাদিক কায়েম লেখেন, বহু মানুষের ত্যাগের পর অর্জিত অবস্থাকে ঝুঁকিতে ফেলা যাবে না এবং কোনোভাবেই দোষীদের দায়মুক্তি মেনে নেওয়া হবে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD