নারীদের নিরাপত্তা শিবিরের চেয়ে বেশি কোনো সংগঠন দিতে পারবে না

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের সময়ে নারীদের নিরাপত্তা নিয়ে ভীতিকর প্রচারণা চালিয়ে ইসলামী ছাত্রশিবিরকে দানব আকারে উপস্থাপন করা হয়েছিল। তবে বাস্তবে নারীদের নিরাপত্তা শিবিরের চেয়ে বেশি অন্য কোনো সংগঠন দিতে পারবে না।
বিজ্ঞাপন
শনিবার (২২ নভেম্বর) রাজশাহী কলেজ মাঠে ‘ক্যারিয়ার গাইডলাইন নবীনবরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাদিক কায়েম এসব কথা বলেন। অনুষ্ঠানটি রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবির আয়োজন করে। এ অনুষ্ঠানে কলেজের অনার্স প্রথম বর্ষ এবং উচ্চ মাধ্যমিক নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
সাদিক কায়েম বলেন, রাজশাহী কলেজসহ দেশের সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত আয়োজন করা প্রয়োজন। কারণ ছাত্র সংসদই হলো শিক্ষার্থীদের সমস্যা সমাধানের মূল চাবিকাঠি। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই কেবল ক্যাম্পাসকে নেতৃত্ব দিতে পারবেন এবং তাদের মাধ্যমে আবাসন ও অন্যান্য যাবতীয় সমস্যা সমাধান সম্ভব হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে বলা হয়েছিল শিবিরকে নারীরা পছন্দ করবে না, ভোট দেবে না। কিন্তু বাস্তবে দেখা গেছে, দেশের মানুষ শিবিরকে তাদের সবচেয়ে বিশ্বস্ত ও প্রিয়জন হিসেবে গ্রহণ করেছে। আজ এই আশা-আকাঙ্ক্ষা দেশের ভবিষ্যতের বাতিঘরে পরিণত হয়েছে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিবিরের তুলনায় কেউ এগোতে পারবে না।
অনুষ্ঠানে রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি শামীম উদ্দীন এবং সাবেক মহানগর সভাপতি সিফাত উল আলম।
বিজ্ঞাপন
শিবিরের নেতারা বলেন, ছাত্র সংসদ ও শিবির মিলিতভাবে শিক্ষার্থীদের সব ধরনের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ক্যাম্পাসকে একটি নিরাপদ, সমৃদ্ধ ও সুশৃঙ্খল পরিবেশে রূপান্তরিত করবে।








