Logo

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২২ নভেম্বর, ২০২৫, ১৬:২৭
2Shares
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে, যা চলবে ১৫ ডিসেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

​ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিট বা উপ-ইউনিটের আবেদন ফি (প্রসেসিং চার্জসহ) ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৭ ডিসেম্বর ২০২৫ এবং আবেদনপত্র সংশোধনের জন্য ২১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় পাওয়া যাবে (সার্ভিস চার্জ ৩০০ টাকা)।

GCE (O/A Level) সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সমতা নিরূপণের প্রক্রিয়া চলবে ১ থেকে ১০ ডিসেম্বর (ফি ১০০০ টাকা)।

বিজ্ঞাপন

​আবেদনের যোগ্যতা ও ইউনিটসমূহ: ​বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ বা ২০২৩ সালের মাধ্যমিক/সমমান এবং ২০২৪ বা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

​ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ইউনিট ও উপ-ইউনিটগুলো হলো:

​A ইউনিট: বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত সব বিষয়।

বিজ্ঞাপন

​B ইউনিট: কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ৯টি বিষয়।

​B1 উপ-ইউনিট: নাট্যকলা, চারুকলা, সংগীত।

​B2 উপ-ইউনিট: আরবি, ইসলামিক স্টাডিজ, পালি।

বিজ্ঞাপন

​C ইউনিট: ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সব বিষয়।

​D ইউনিট: সমাজবিজ্ঞান অনুষদ, আইন অনুষদ, শিক্ষা অনুষদ এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ভূগোল ও পরিবেশবিদ্যা ও মনোবিজ্ঞান।

​D1 উপ-ইউনিট: ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স।

বিজ্ঞাপন

​পরীক্ষা কেন্দ্র ও প্রক্রিয়া: ​আবেদনকারী ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইট https://admission.cu.ac.bd থেকে ‘অনলাইনে আবেদন প্রক্রিয়া’ অনুসরণ করে আবেদন করতে হবে।

​এ বছর ভর্তি পরীক্ষা চট্টগ্রাম ছাড়াও ঢাকা এবং রাজশাহীতে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে, B1, B2 এবং D1 উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দ অনুযায়ী কেন্দ্র নির্বাচন করার সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

​ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো নিয়ম, শর্ত, পরিবর্তন বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD