Logo

হলের চারতলা থেকে লাফ দিয়ে পা ভাঙলো ঢাবি শিক্ষার্থী

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২১ নভেম্বর, ২০২৫, ১১:৪৯
13Shares
হলের চারতলা থেকে লাফ দিয়ে পা ভাঙলো ঢাবি শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হলের কয়েকজন শিক্ষার্থী ভবন থেকে নিচে লাফ দিয়ে আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থী নূরুল হুদার পা ভেঙে গেছে বলে জানা যায়।

এ ছাড়া হাজী মুহাম্মদ মুহসিন হলের তিনতলা এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আরও তিনজন শিক্ষার্থী আহত হন। আহতদের সবাইকে চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

বিজ্ঞাপন

হাজী মুহসিন হলের চারতলা থেকেও কয়েকজন শিক্ষার্থী লাফ দেওয়ার ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীর আহমেদ এবং একই ব্যাচের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী আছেন।

ভূমিকম্পের কারণে এ এফ রহমান হলের একটি কক্ষের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে যায়। এ ছাড়া শেখ মুজিবুর রহমান হলের নতুন জুলাই শহীদ স্মৃতি ভবনের কিছু জায়গায় পলেস্তারা খসে পড়া ও ফাটল দেখা গেছে।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD