Logo

৪৭ তম বিসিএস’র লিখিত পরীক্ষা পেছানাের দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২২ নভেম্বর, ২০২৫, ১৭:৩৩
25Shares
৪৭ তম বিসিএস’র লিখিত পরীক্ষা পেছানাের দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ
ক্যাম্পাস প্রতিনিধি

৪৭ তম বিসিএস-এর লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শনিবার (২২ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার রেললাইন অবরোধ করেন তারা।

এ সময় তারা ২৪-এর বাংলায় বৈষম্যের ঠাই নাই, বৈষম্য বিরোধী বাংলায়, স্বৈরাচার ঠাই নাই, ‎৪৭ মারা রোডম্যাপ, বাতিল চাই করতে হবে, ‎সবাই পায় ৬ মাস, আমরা কেন দুই মাস, ‎সময় চাই সময় চাই, যৌক্তিক সময় চাই ইত্যাদিসহ অন্যান্য স্লোগান দেয়৷

বিজ্ঞাপন

ইসলামি ছাত্র আন্দোলনের রাবি শাখার সভাপতি মাহবুব আলম বলেন, ৪৭ তম বিসিএস এ আমাদের লিখিত পরীক্ষার জন্য দুইমাস সময় দিয়েছে৷ যা ১১শ’ মার্কের লিখিত পরীক্ষার জন্য সামঞ্জস্যপূর্ণ নয়৷

তিনি আরও জানান, আমরা ১ মাস ধরে দাবি জানিয়ে আসলেও পিএসসি তাদের একরোখা মনোভাবই পোষণ করে রেখেছে৷ লিখিত পরীক্ষার দুইমাস আগে রুটিন প্রকাশ করার কথা থাকলেও আমাদের সময় ১ মাস আগেই সেটা করা হয়েছে৷ যার মানে পিএসসি নিজেই নিজের রোডম্যাপ লঙ্ঘন করেছে৷ তারা ৪৬ বিসিএসকে সময় দেওয়ার জন্য আমাদের প্রিলিমিনারি পরপর তিনবার পিছিয়েছে৷

এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম বলেন, আমাদের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল ১৯ সেপ্টেম্বর কিন্তু লিখিত পরীক্ষার জন্য মাত্র দুমাস সময় দেওয়া হয়েছে যা একদম অযৌক্তিক।

বিজ্ঞাপন

ছাত্রশিবির, এনসিপি ও ছাত্রদলসহ অন্যান্য ছাত্রসংগঠনগুলো আমাদের যৌক্তিক দাবিকে সমর্থন জানিয়েছে যৌক্তিক সময় দেওয়ার জন্য৷ তাহলে কেন আমাদের যৌক্তিক সময় দেওয়া হচ্ছে না?

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, আমরা কোনো অযৌক্তিক আন্দোলন করছি না৷ ইতোমধ্যে আপনারা দেখছেন যে, যতগুলো ছাত্রসংগঠন আছে সবাই আমাদের দাবিকে সমর্থন দিয়েছে অথচ পিএসসির টনক নড়েনি। বিসিএস এর মতো লিখিত পরীক্ষার যে সিলেবাস সেটা আল্টিমেটলি দেড়মাসে দিনরাত পড়লে কখনো সম্ভব না। আমাদের এই যৌক্তিক আন্দোলনের উদ্দেশ্যে দেশের সকল মানুষ এমন কি যারা ক্যাডার পর্যন্ত হয়ে গেছে তারাও সাপোর্ট দিয়েছে৷ কিন্তু পিএসসির কেন টনক নড়ছে না এটাই আমাদের প্রশ্ন৷

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD