কিশোরগঞ্জে পদ্ম ফুলের বিল প্রকৃতি প্রেমিকদের মন ভরাচ্ছে


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৭ পিএম, ১০ই আগস্ট ২০২৫


কিশোরগঞ্জে পদ্ম ফুলের বিল প্রকৃতি প্রেমিকদের মন ভরাচ্ছে
পদ্ম ফুল। ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলার একটি বিস্তীর্ণ বিলজুড়ে ফোটা পদ্ম ফুল এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।


সম্প্রতি বিলটি ভরে উঠেছে গোলাপি ও সাদা রঙের অসংখ্য পদ্ম ফুলে। বৃষ্টি ভেজা সকালে যখন ফুলগুলো ফুটে ওঠে, তখন পুরো বিল যেন রঙিন কার্পেটে ঢেকে যায়।

স্থানীয়রা জানায়, প্রতিবছর বর্ষায় এই বিলে পদ্ম ফুল ফোটে। কিন্তু এবার ফুলের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় দর্শনার্থীদের ভিড়ও বেড়েছে।


 আশপাশের গ্রাম থেকে শুরু করে দূরদূরান্তের মানুষ প্রতিদিনই বিল দেখতে আসছেন।


 কেউ নৌকা ভ্রমণ করছেন, কেউ আবার মোবাইলে ধারন করছে এই মনোরম বিলের দৃশ্য।


পদ্ম ফুলের বিলকে ঘিরে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়েছে।


পর্যটকদের আগমনে স্থানীয় ব্যবসায়ীরা যেমন লাভবান হচ্ছেন, তেমনি নৌকা চালকরা বাড়তি আয় করছেন। 

তবে পরিবেশবিদরা বিলে অযথা পদ্ম ছিঁড়ে নেওয়া ও দূষণ রোধে সবার সহযোগিতা কামনা করেছেন।


প্রকৃতিপ্রেমীদের মতে, এই পদ্ম ফুলের বিল শুধু সৌন্দর্যের উৎসই নয়, বরং গ্রামীণ জীবনের এক অনন্য ঐতিহ্যের প্রতীক। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে এটি স্থায়ী পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।


এসডি/