ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে রোহিঙ্গা নারীর আত্মহত্যা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ২১শে জুন ২০২৩


ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে রোহিঙ্গা নারীর আত্মহত্যা
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক রোহিঙ্গা নারী আত্মহত্যা করেছে। নিহত রোহিঙ্গা নারীর নাম হামিদা বেগম (৩২)।


বুধবার (২১ জুন) দুপুরে ক্যাম্প পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।


নিহত হামিদা বেগম (৩২) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৭ এর ডি/৫ ব্লকের বাসিন্দা মোহাম্মদ খুইল্লা মিয়ার মেয়ে।


প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, পারিবারিক কলহের জের ধরে হামিদা গলায় ফাঁস দিলে তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে খবর দেয়া হলে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত একদল পুলিশ তার লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান। 


উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, হামিদার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।


আরএক্স/