ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নবাবগঞ্জ থানার সিরাজুল ইসলাম
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৭:০৩ পিএম, ২৩শে জুন ২০২৩

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ থানার সিরাজুল ইসলাম। তিনি নবাবগঞ্জ থানার ওসি হিসেবে কর্মরত আছেন।
বৃহস্পতিবার (২৩ জুন) ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়কে শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা, প্রটোকল, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ দুটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামিদের গ্রেফতার বিভিন্ন দায়িত্ব পালন করায় ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ।
আরও পড়ুন: ওসি কবির হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান নবাবগঞ্জ থানার (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।
উল্লেখ্য, নবাবগঞ্জ থানার ওসি মো. সিরাজুল ইসলাম শেখ মে মাসে ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে এ পুরস্কার সম্মাননা স্মারক গ্রহণ করেন। ইতোপূর্বেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
