শ্রীনগরে হরপাড়ায় বিকল্প সড়কের বেহাল দশা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:৩৯ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩


শ্রীনগরে হরপাড়ায় বিকল্প সড়কের বেহাল দশা
বিকল্প সড়কের বেহাল দশা

শ্রীনগর-ছনবাড়ি সড়কের হরপাড়া রেল লাইন ওভার ব্রিজের সামনে বিকল্প সড়কটি নাজুক হয়ে পড়ায় যান চলাচলে প্রতিবন্ধতার সৃষ্টি হচ্ছে। গত কয়েকদিনে বৃষ্টির পানিতে সড়কে জলাবদ্ধ হয়ে পড়ার পাশাপাশি কাঁদা মাটি জমে গেছে। 


এতে একদিকে সড়কে যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। অপরিদিকে হরপড়া-ছনবাড়ি সংযোগ সড়কে সৃষ্টি হচ্ছে গাড়ির জ্যাম। 


সরেজমিনে দেখা যায়, সড়ক ও জনপথের সড়কটির হরপাড়া রেল লাইন ওভার ব্রিজের নিচ থেকে প্রায় ৪শ’ ফুটের বিকল্প কাঁচা রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। 


সড়কের কয়েক স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। পুরো রাস্তা জুড়ে কাঁদা মাটি জমে বিভিন্ন যানবাহনের চাকা দেবে যাচ্ছে। 


ব্যস্ততম রাস্তার এ অশংটি নাজুক হয়ে পড়ায় সড়কের এক পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। এতে গাড়ির যটলা বাড়ছে। হরপাড়ায় সৃষ্টি হচ্ছে গাড়ির জ্যাম। এ পরিস্থিতিতে ব্যাটারি চালিত ইজিবাইক, মোটরসাইকেলসহ অন্যান্য গাড়ির চাকা কাঁদামাটিতে দেবে ভোগান্তির শিকার হচ্ছে পথচারীরা। অটো চালকরা বলেন, শ্রীনগর চকবাজার-ছনবাড়ি সড়কটির হরপাড়া নির্মিত বিকল্প রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। 


মাঝে মধ্যে রোলার দিয়ে গর্তগুলো ঠিক করতে দেখা গেলেও দুদিন বাদেই ফের সড়ক নাজুক হয়ে পড়ছে। এখন সড়কে বৃষ্টির পানি জমে মানুষের দুর্ভোগ বেড়েছে। অটোরিক্সা ও মোটরসাইকেলের চাকা সড়কের গর্তে দেবে আটকা পড়ছে। জনসাধারণের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কমনা করেছেন এলাকাবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও ছনবাড়ি-হরপাড়া সড়কের রেলওয়ে ব্রিজের সামনে বেহাল সড়কটির সচিত্র ছবি পোষ্ট করে এর প্রতিকার চাইছেন। 


আব্দুর রকিব নামে এক ব্যক্তি বলেন, হরপাড়ায় বিকল্প সড়কটি বেহাল হয়ে পড়েছে। যে কোন সময় ঘটটে পাড়ে দুর্ঘটনা। সিএমবি’র শ্রীনগর জোনের প্রকৌশলী দেবাশীষ বিহারী জানান, হাইওয়ে সড়কের পাশে যান চলাচলার যে সকল পয়েন্ট আছে সেগুলো রেলওয়ের তত্বাবধানে আছে। সংশ্লিষ্টদের সাথে এ ব্যাপারে কথা বলবো।


আরএক্স/