দর্শনায় ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি তানভীর গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৭ পিএম, ২৪শে জুন ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ মামলার একমাত্র আসামি তানভীর হোসেন কাকনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার(২৪জুন) ভোরে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার চুয়াডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত তানভীর একই এলাকার নাস্তিপুর বেলেমাঠ পাড়ার আশরাফুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা ২ আসনের এমপি টগরের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন
এদিন দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল মামুন এক প্রেসব্রিফিং এ জানান, গত বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামে মোবাইল ফোনে গেমস দেখানোর প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে তানভীর। পরে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হলে আশংকা জনক অবস্থায় পরিবারের সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে শিশুটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। এঘটনায় শিশুটির বাবা দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে চুয়াডাঙ্গা পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করে। এরই এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় আজ শনিবার ভোরে ঝিনাইদহ থেকে ধর্ষক তানভিরকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাপায় শিশু নিহত
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষক তানভীর হোসেন কাকন ধর্ষণের কথা স্বীকার করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়ুহদা সার্কেল) জাকিয়া সলতানা প্রমুখ।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শরণখোলায় বস্তায় আদা চাষে কৃষকের মুখে হাসি

যারা নির্বাচনে ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চায়: শামসুজ্জামান দুদু

মাগুরায় WeCARE প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা

শহীদ রাব্বির কবরস্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ সুপারের দুঃখ প্রকাশ
