যানজট নেই মহাসড়কে, স্বস্তিতেই বাড়ি ফিরছেন মানুষ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩
আর মাত্র ৩ দিন পর পবিত্র ঈদুল আজহা। প্রতিবার ঈদযাত্রায় তীব্র ভোগান্তি পোহাতে হয় ঘরমুখো মানুষের। এবার ঈদযাত্রায় সড়ক পথে স্বস্তিতেই বাড়ি ফিরছেন মানুষ। মহাসড়কে যানজট নেই। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের।
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই ঈদে ঘরমুখো মানুষের ভিড়। এই মহাসড়কে এখন পর্যন্ত যানজট সৃষ্টি না হওয়ায় স্বস্তিতে বাড়ি ফিরছেন যাত্রীরা।
আরও পড়ুন: যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই মহাসড়কে
রবিবার (২৫ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে ঘরমুখো মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন তারা।
অনেককে আবার ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে যেতে দেখা গেছে।
যানজট নেই ঢাকা-আরিচা মহাসড়কেও। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পেরে খুশি যাত্রীরা।
জেবি/ আরএইচ/