ঈদের আগে ঝুঁকিভাতা পেলেন বিএসএমএমইউ’র কর্মকর্তা কর্মচারীরা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩
পবিত্র ঈদুল আযহার পূর্বে ঝুঁকিভাতা পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এ ঝুঁকিভাতা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন প্রথমবারের মতো ঝুঁকিভাতা চালু করেছে। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেও তাঁরা ঝুঁকিভাতা পেয়েছিলেন।
ঝুঁকিভাতা পেয়ে নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের মাঝে বইছে আনন্দ উল্লাস। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ঝুঁকিভাতা পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ।
একই সাথে তারা উপাচার্য ও তার পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সবার মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। একই সাথে ঝুঁকিভাতা প্রাপ্ত সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর গতিশীল ও বহুমাত্রিক নেতৃত্বের প্রতি আস্থা রেখে উৎসাহের সাথে বেশি বেশি কাজ করার অঙ্গীকার করেছেন।
আরও পড়ুন: শ্বেতী রোগীদের মানসিকভাবে সাপোর্ট দিতে হবে: বিএসএমএমইউ উপাচার্য
নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের ঝুঁকিভাতা চালু করায় দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো।
এর আগে বিগত কয়েকটি প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা এই দাবি জানিয়ে আসলেও তা শুধু আশ্বাসের মাধ্যমেই সীমাবদ্ধ ছিলো। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য হিসেবে বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ মহোদয় ২০২১ সালের ২৯ মার্চ দায়িত্বভার গ্রহণ করার পর অনেক কিছুই বাস্তবায়ন করেছেন যা এর আগের কোনো উপাচার্য করেননি।
নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের ঝুঁকিভাতা চালু করা একটি অনন্য ও অসাধারণ উদ্যোগ। যা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা সবসময় স্মরণে রাখবেন।
জেবি/ আরএইচ/