বিশ হাজার পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩
রাজধানীর যাত্রাবাড়িতে মাদক বিরোধী অভিযান চালিয়ে বিশ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর । তারা সম্পর্কে বাব-ছেল।
শনিবার (২৪ জুন) যাত্রাবাড়ির গোলাপবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার রামু থানার মৃত আমিন উদ্দিনের ছেলে মো. হাবিব উল্লাহ (৫০) (বাবা) ও একই ঠিকানার গ্রেফতার মো. হাবিব উল্লাহর ছেলে মো. ছালাহ উদ্দিন (১৯)।
আরও পড়ুন: বাস কাউন্টারে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়
গ্রেফতারকৃত হাবিব উল্লাহ জানান, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনীসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় ইয়াবা কক্সবাজার হতে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে ইয়াবা পাঁচারের জন্য মহাসড়কের বিকল্প হিসাবে কক্সবাজার হতে প্রথমে বান্দরবান –রাঙ্গামাটি ও সবশেষ খাগড়াছড়ি পার্বত্য জেলা হয়ে লোকাল বাসে কয়েক ধাপে ফেনী আসে। তারপর তার ছেলে মো. ছালাহ উদ্দিন (১৯) কে আগে কোন গাড়িতে পাঠিয়ে দেয়। মো. ছালাহ উদ্দিন (১৯) দাউদকান্দি টোলপ্লাজাসহ গুরুত্বপূর্ণ চেক পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার বিষয়ে আগে হাবিব উল্লাহকে অবহিত করে। ছেলের ক্লিয়ারেন্সের ভিত্তিতে হাবিব উল্লাহ(৫০) সুযোগ বুঝে বিভিন্ন ছদ্ম বেশে কৌশলে ইয়াবার চালান নিয়ে ঢাকায় প্রবেশ করে।
আরও পড়ুন: বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
জিজ্ঞাসাবাদে তারা আরও জানায়, একই কৌশলে নিকট অতীতে আরো বিপুল পরিমাণ ইয়াবার চালান ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে পাঁচার করেছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) মোতাবেক সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এছাড়া মাদক ব্যবসায়ী ও পাঁচারকারীরা যতই কৌশল অবলম্বন করুক না কেন, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
জেবি/এসবি