বাস কাউন্টারে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়

সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে লক্ষে কাজ করবেন তারা
বিজ্ঞাপন
পবিত্র ঈদুল আজহার আর মাত্র বাকি আছে ৩ দিন। ইতমধ্যে বাস ট্রেন ও লঞ্চে করে বাড়ি ফিরেতে শুরু করেছে ঘরমুখো মানুষেরা। ছুটি শুরু না হওয়ায় এখন বাস ট্রেন ও লঞ্চে ঘরমুখো মানুষের তেমন একটা চাপ পড়েনি।
মূলত ঈদের ছুটি শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। আশা করা যাচ্ছে সোমবার রাত থেকে ঘুরমুখো মানুষের চাপ বাড়বে।
বিজ্ঞাপন
পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে ঈদযাত্রাকে কেন্দ্র করে তাদের সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সে লক্ষে কাজ করবেন তারা।
বিজ্ঞাপন
ঢাকা-আরিচা মহাসড়কে এখনও পরিবহনের চাপ বাড়েনি। দিনের বেলায় মহাসড়ক অনেকটাই ফাঁকা। নেই যানজটও। এমন পরিস্থিতিতে অনেকটা অলস সময় পার করছেন দূর পাল্লার পরিবহন কাউন্টারের শ্রমিকেরা।
বিজ্ঞাপন
যানজট ও ভিড় এড়াতে আগে-ভাগে যারা বাড়ি ফিরছেন সেসব যাত্রীর দেখা মিলছে টিকিট কাউন্টারে।
বিজ্ঞাপন
অফিস ও কারখানা ছুটির পরে বাড়ি যেতে অগ্রিম টিকিট বুকিং দিয়েছেন অনেকেই। শিল্পাঞ্চলের পোশাক কারখানাসহ অন্যান্য কারখানা ছুটি দেয়ার পরে মহাসড়কে বেড়ে যাবে যাত্রী ও পরিবহনের চাপ। এমনটাই বলছেন পরিবহন শ্রমিকরা।
দিগন্ত পরিবহনের সাভার টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা আসলাম হোসেন জানান, ঈদে এবার যাত্রীর চাপ কম। আগামী ২৭ জুন থেকে প্রচণ্ড যাত্রীর চাপ থাকবে কাউন্টারে। বর্তমানে অনেক গাড়ির সিট খালি যাচ্ছে।
বিজ্ঞাপন
ঢাকা জেলা পুলিশের সাভার ট্রাফিক ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, ঈদে মানুষের ঘরে ফেরা নিরাপদ ও যানজট মুক্ত করতে মহাসড়কে পুলিশের নিয়মিত টহল চলছে। বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছ।
বিজ্ঞাপন
জেবি/ আরিএইচ/








