ফাঁকা গাবতলী বাস কাউন্টার যাত্রীর চাপ নেই
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:২১ পূর্বাহ্ন, ২০শে এপ্রিল ২০২৩

পবিত্র ঈদুল ফিতরে আর মাত্র দুদিন বাকি। এ সময় রাজধানীর বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে যাত্রীর যে চাপ থাকার কথা। কিন্তু এবার এ চিত্র চোখে পড়েনি। গাবতলী একরকম ফাঁকাই, ঘরমুখো মানুষের তেমন ভিড় নেই বাস কাউন্টারগুলোতে।
বুধবার (১৯ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় যাত্রীদের ভিড় নেই। কাউন্টার থেকে গন্তব্যের উদ্দেশে বাস ছেড়ে যাচ্ছে শিডিউল মেনেই। রাস্তার অবস্থাও তুলনামূলক ভালো থাকায় যানজট অজুহাতও নেই এবার।
টিকিট বিক্রেতারা বলছেন, আজ ২৭ রমজান। আগামীকাল আবার সরকার ছুটি ঘোষণা করেছে। সে হিসেবে চাপ যা ছিল তা ১৮ এপ্রিল। তাই গাবতলীতে চাপ নেই।
আল হামরা পরিবহনের টিকিট বিক্রেতা আমিনুল ইসলাম বলেন, সকাল ৭টা, ৮টা, ৯টার বাস সময়মতো ছেড়ে গেছে গন্তব্যের উদ্দেশে। অন্য বছরের মতো ভিড় নাই, পাইনি যানজটের খবরও।
পরিবহনের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন যাত্রী কম হওয়ার কারণ সম্পর্কে বলেন, গাবতলীতে এবার দক্ষিণবঙ্গের যাত্রীর ভিড় নাই। দক্ষিণবঙ্গের যাত্রীরা যাচ্ছেন পদ্মা সেতু হয়ে। আবার পাবনার অনেক যাত্রী এবার যানজট এড়াতে ও সময় বাঁচাতে আরিচা হয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বাংলাদেশে ‘এক কিডনির গ্রাম’, দালাল চক্রের ফাঁদে নিঃস্ব মানুষ

৩৬ জুলাই: যেভাবে প্রতীকী ক্যালেন্ডার হয়ে উঠল জাতীয় প্রতিরোধের হাতিয়ার

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত বাংলাদেশিদের ফেরত পাঠাবে মালয়েশিয়া: পররাষ্ট্র উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রতিনিধিদলের সাক্ষাৎ
