অনুপস্থিত কর্মকর্তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল বিদ্যুৎ বিভাগ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫০ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


অনুপস্থিত কর্মকর্তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল বিদ্যুৎ বিভাগ
ছবি: সংগৃহীত

পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত এবং গণছুটির নামে অনুপস্থিত থাকা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা ও কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


রবিবার (৭ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।


আরও পড়ুন: নির্বাচনে সহিংসতা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা


মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি অত্যাবশ্যক সেবা। এ কাজে বাধা দেওয়া বা বিঘ্ন ঘটানো ‘অত্যাবশ্যক পরিষেবা আইন’-এর আওতায় দণ্ডনীয় অপরাধ। তিনি আরও জানান, কর্মকর্তা-কর্মচারীদের দাবি-দাওয়ার বিষয়টি ইতোমধ্যে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।


এদিকে বিদ্যুৎ বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্দেশনা অমান্য করলে অনুপস্থিত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আরও পড়ুন: বিসিএস পরীক্ষা নিয়ে যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা


এর আগে চার দফা দাবি জানিয়ে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে- আরইবি-পিবিএস একীভূতকরণ বা কোম্পানি গঠন, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ, চাকরিচ্যুতদের পুনর্বহাল, লাইনক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।


এএস