বিসিএস পরীক্ষা নিয়ে যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৮ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


বিসিএস পরীক্ষা নিয়ে যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
ফাইল ছবি

বিসিএস পরীক্ষায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।


রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।


আরও পড়ুন: বদরুদ্দীন উমরের প্রয়াণে জাতি হারালো প্রজ্ঞাবান মনীষী: শিক্ষা উপদেষ্টা


প্রধান উপদেষ্টা বলেন, “বিসিএস পরীক্ষা হলো সরকারি চাকরিতে প্রবেশের মূল দ্বার। যারা এ পরীক্ষায় উত্তীর্ণ হবে তারাই ভবিষ্যতে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে। তাই এ পর্যায়ে কোনো অনিয়ম হলে তার প্রভাব গোটা সিস্টেমে পড়ে যাবে।” 


তিনি আরও বলেন, “যেসব সংকট রয়েছে তা দায়িত্ব নিয়ে সমাধান করতে হবে এবং প্রয়োজনীয় সংস্কারের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”


আরও পড়ুন: আ.লীগের ঝটিকা মিছিল-সমাবেশে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার


বৈঠকে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম জানান, কমিশন ইতোমধ্যে পাঁচ বছরের রোডম্যাপ তৈরি করেছে। নভেম্বর থেকে পরবর্তী বছরের অক্টোবরের মধ্যেই পরীক্ষা ও নিয়োগ সম্পন্ন করা হবে।


কমিশনের সদস্যরা বলেন, দীর্ঘ ১৫ বছর রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বিসিএস পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রশ্নফাঁসের মতো ঘটনা ঘটেছে। এবার এমন অনিয়ম যাতে আর ফিরে না আসে, সেজন্য সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। প্রশ্নপত্রের মানও উন্নত করা হচ্ছে যাতে এই প্রস্তুতি চাকরিপ্রত্যাশীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে সহায়তা করে।


আরও পড়ুন: ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে, কোনো অনিশ্চয়তা নেই: ইসি আনোয়ারুল


বৈঠকে উপস্থিত ছিলেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া, পিএসসি সদস্য মো. সুজায়েত উল্যা, মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ড. এম সোহেল রহমান, অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. শাহনাজ সরকার এবং সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া।


এএস