বদরুদ্দীন উমরের প্রয়াণে জাতি হারালো প্রজ্ঞাবান মনীষী: শিক্ষা উপদেষ্টা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫৮ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫


বদরুদ্দীন উমরের প্রয়াণে জাতি হারালো প্রজ্ঞাবান মনীষী: শিক্ষা উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিশিষ্ট লেখক, গবেষক, মার্ক্সবাদী তাত্ত্বিক ও গণমানুষের মুক্তি আন্দোলনের অন্যতম সংগঠক বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।


রবিবার (৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, বদরুদ্দীন উমর আমাদের ভাষা আন্দোলনসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধ্যায়ের ইতিহাস নির্মাণে অমর অবদান রেখেছেন। তার চিন্তা ও লেখনী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্ব বোঝার ক্ষেত্রে সবসময় পথপ্রদর্শক হয়ে থাকবে।


আরও পড়ুন: আ.লীগের ঝটিকা মিছিল-সমাবেশে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার


ড. আবরার আরও উল্লেখ করেন, বদরুদ্দীন উমর শুধু তত্ত্বচর্চাতেই সীমাবদ্ধ থাকেননি, বরং মানুষের মুক্তির সংগ্রামে সরাসরি যুক্ত ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপসহীন ভূমিকা জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। জীবনের কোনো প্রলোভন বা সুবিধাবাদ তাকে তার নীতিমালা থেকে সরাতে পারেনি।


শিক্ষা উপদেষ্টা বলেন, বদরুদ্দীন উমরের জীবন, কর্ম ও আদর্শ মানুষের মুক্তির সংগ্রামের জন্য উৎসর্গিত ছিল। তার প্রয়াণে জাতি এক দূরদৃষ্টিসম্পন্ন ও প্রজ্ঞাবান মনীষীকে হারাল।


আরও পড়ুন: ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে, কোনো অনিশ্চয়তা নেই: ইসি আনোয়ারুল


পরিশেষে তিনি এই মহান চিন্তকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তার শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বিশ্বাস করেন, বদরুদ্দীন উমর ভবিষ্যতেও ন্যায়ের সংগ্রামে প্রেরণার উৎস হয়ে থাকবেন।


এএস