নির্বাচনে সহিংসতা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩১ পিএম, ৭ই সেপ্টেম্বর ২০২৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ যাতে কোনোভাবেই সহিংসতার শিকার না হয়, সেজন্য সরকার সব ধরনের পদক্ষেপ নেবে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তথ্য ভবনে ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিসিএস পরীক্ষা নিয়ে যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা
উপদেষ্টা বলেন, “যদি কোনো সহিংসতা ঘটে, গণমাধ্যমের দায়িত্ব হবে তার মূল কারণ অনুসন্ধান করে জনগণকে অবহিত করা। নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রতিরোধেও গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা নিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সাংবাদিক সমাজ তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকলে কোনো সরকারই পেশার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। সাংবাদিকতা হবে সর্বদা জনবান্ধব, যেখানে রাষ্ট্রের স্বার্থকেই প্রাধান্য দেওয়া হবে।
আরও পড়ুন: বদরুদ্দীন উমরের প্রয়াণে জাতি হারালো প্রজ্ঞাবান মনীষী: শিক্ষা উপদেষ্টা
মাহফুজ আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গণমাধ্যমের লোগো ব্যবহার করে ভুয়া পেজ চালানো হচ্ছে, যা মূলত আস্থার সংকটকে প্রতিফলিত করে। গত ১৫ বছরে গণমাধ্যমের ওপর জনগণের আস্থা কমে গেছে।
তিনি জানান, নির্বাচন কমিশন গণমাধ্যম নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেনি। বর্তমান সময়ে ছড়িয়ে পড়া ‘মব ভায়োলেন্স’-এর সঙ্গেও গণমাধ্যমের ভূমিকা রয়েছে বলে তিনি মত দেন।
আরও পড়ুন: আ.লীগের ঝটিকা মিছিল-সমাবেশে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার
এসময় অনলাইন সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তথ্য উপদেষ্টা।
এএস