Logo

হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না নিশ্চিত নয়: বিজিবি

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৫:১৫
4Shares
হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না নিশ্চিত নয়: বিজিবি
বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান । ছবি: সংগৃহীত

শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ময়মনসিংহের সীমান্ত পথে ভারতে পালিয়ে গেছে কি-না এখনও শতভাগ নিশ্চিত নয় বলে জানিয়েছেন বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তবে ঘটনায় সম্পৃক্ত থাকার আশঙ্কায় স্থানীয় চিহ্নিত মানবপাচারকারী ফিলিপ স্নালকে আটক করতে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরের খাগডহর বিজিবি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পুলিশ, বিজিবি এবং বিভিন্ন সোর্সের তালিকায় বারবার ফিলিপ স্নালের নাম এসেছে। কারণ পাচারকারীদের সহযোগিতা ছাড়া সীমান্ত পাড়ি দেওয়া সম্ভব নয়।

কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার রাত ৯টার পর বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ময়মনসিংহের সম্ভাব্য পাচারের রুটগুলো চিহ্নিত করে সীমান্তে টহল ও চেকপোস্ট বসানো হয়। এরপর শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অপারেশন পরিকল্পনা করা হয়। ঢাকা থেকে আগত পুলিশ কর্মকর্তার সঙ্গে সেক্টর কমান্ডারের নিয়মিত যোগাযোগের মাধ্যমে বিভিন্ন স্থানে একসঙ্গে অপারেশন পরিচালনার প্রস্তুতি নেয়া হয়।

বিজ্ঞাপন

নালিতাবাড়ীতে অবস্থানরত ফিলিপ স্নালকে আটক করার পরিকল্পনা করা হলেও তাকে এখনও ধরা সম্ভব হয়নি। তবে তার স্ত্রী ডেলটা চিরান, শ্বশুড় ইয়ারসন রংডি এবং মানবপাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করা হয়েছে। তাদের বাড়ি থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত বিজিবি চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার সকালেই মানবপাচারকারী বেঞ্জামিন চিরামকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিজিবির অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD