ইসির চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ দেওয়া হবে: অর্থ উপদেষ্টা

নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে এবং এতে কোনো রিজারভেশন থাকবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বিজ্ঞাপন
সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একইদিনে অনুষ্ঠিত হওয়ায় এবার বাজেট কিছুটা বৃদ্ধি পাবে। নির্বাচন কমিশন থেকে চাহিদাপত্র পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
ড. সালেহউদ্দিন আহমেদ আরও উল্লেখ করেন, নির্বাচনী পরিবেশ বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্ত করা হবে।
আরও পড়ুন: বিজয় দিবসে রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের ওসমান হাদির বিদেশে চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন, তা সম্পর্কেও উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো আর্থিক সংকট হবে না। মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই ছয় বিলিয়ন ডলার ঋণ শোধ করেছে।








