সিঙ্গাপুরে পৌঁছেছে হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছেছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ সময় সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে সরাসরি তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে।
এর আগে দুপুর দুইটার কিছু সময় আগে ঢাকা ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। ওসমান হাদির সঙ্গে ছিলেন তার বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় ওসমান হাদিকে গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজ শেষে মতিঝিল দিক থেকে একটি কালো মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসে। পেছনে বসা ব্যক্তি ক্লোজ রেঞ্জ থেকে হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত মোটরসাইকেলটি চলে যায়।
আক্রমণের পর হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। সেখানে থেকে গুরুতর অবস্থায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
হামলার ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। তবে মূল আসামি এখনও ধরা-ছোঁয়ার বাইরে। গুলি চালানো ব্যক্তিকে ধরিয়ে দিতে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।
ঢাকা মহানগর পুলিশের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম জানিয়েছেন, হামলাকারী মূল আসামি দেশেই আছে এবং সন্দেহভাজনদের পাসপোর্ট ব্লক করা হয়েছে।








