Logo

নির্বাচনী পরিবেশ বজায় রাখতে জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের চিঠি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:৫৯
6Shares
নির্বাচনী পরিবেশ বজায় রাখতে জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের চিঠি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের চিঠি দিয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরে এই চিঠি প্রদান করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ১১ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী, ভোটগ্রহণের তিন সপ্তাহ পূর্ব থেকে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। এই সময়সীমার বাইরে ভোটগ্রহণে প্রভাব না ফেলা ও নির্বাচনী আচরণবিধি মেনে জাতীয়, আন্তর্জাতিক, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা যাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নির্দেশনা দেওয়া হয়েছে, এই ধরনের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে রিটার্নিং অফিসারের অনুমতি বা সম্মতি নেওয়া বাধ্যতামূলক।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD