Logo

বিদেশে হাদির চিকিৎসার সব খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৩:৪২
5Shares
বিদেশে হাদির চিকিৎসার সব খরচ বহন করবে সরকার: অর্থ উপদেষ্টা
ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে যত ব্যয় হবে, তা অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি বরাদ্দ করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ সন্তোষজনক এবং এটি আরও স্থিতিশীল হবে। বিদেশে হাদির চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল ব্যয় সরকার বহন করবে। নির্বাচনী ব্যয় নিয়েও কোনো সমস্যা হবে না; নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।

বিজ্ঞাপন

এর আগে রবিবার (১৪ ডিসেম্বর) সরকারের পক্ষ থেকে শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দুপুরে হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা দেশের সাধারণ মানুষকে ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। গত দুদিন ধরে সরকারের পক্ষ থেকে হাদির চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, বর্তমানে হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয় নগর বক্স কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার পথে ওসমান হাদির ওপর অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হামলা চালায়। এ সময় একটি মোটরসাইকেল থেকে এসে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD