ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৩
দিনাজপুরের ঘোড়াঘাটে ইউপি সদস্য, সংরক্ষিত নারী সদস্য, পৌরসভার কাউন্সিলরসহ ৬৮ জনকে প্রধানমন্ত্রী ঈদ উপহার হিসেবে চাল, চিনি, তেল ও সাবান বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জুন) সকালে ঘোড়াঘাট সিপি রোড এলাকায় দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেনের পক্ষে প্রধানমন্ত্রী এসব ঈদ উপহার বিতরণ করেন, ১৩নং ঘোড়াঘাট ওয়ার্ডের সদস্য আব্দুর রহিম মিয়া।
আরও পড়ুন: ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের বিশেষায়িত স্বাস্থ্য ক্যাম্প
এ সময় তার সঙ্গে ছিলেন ৫ নং ওয়ার্ডের (ঘোড়াঘাট, হাকিমপুর বিরামপুর ও নবাবগঞ্জ) সংরক্ষিত নারী সদস্য মোছা. রাজিয়া সুলতানা সহ অনেকে।
জেবি/ আরএইচ/