ফুলবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৬ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৩


ফুলবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
ছবি: জনবাণী

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৫৮ কোটি ৬১ লক্ষ ৩৭ হাজার ৩ শত ৫২ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। 


মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী পৌরসভার সভাকক্ষে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। 


অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। 


পরে বাজেটের বিস্তারিত বর্ণনা দেন পৌরসভার কোষাধ্যক্ষ শেখ সাহার আলী। রাজস্ব খাতের আয় ও ব্যয় তুলে ধরেন ফুলবাড়ী পৌরসভার প্রধান প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন। 


আরও পড়ুন: লক্ষ্মীপুর পৌরসভায় ১১৪ কোটি টাকা বাজেট ঘোষণা


বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মাদ আলী। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌরসভার কাউন্সিলর হারান দত্ত। 


এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র মো. মামুনুর রশিদ চৌধুরী, কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, হাসানুর রহমান, মনতাজুর রহমান পারভেজ, বিশিষ্ট্য ব্যক্তিত্ব মো. সাইফুল ইসলাম জুয়েল, এ্যাডভোকেট শাহাজাহান, মহিলা কাউন্সিলর মোছা. তনজু আরা, মোছা. বাবলী আরাসহ পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, স্থানিয় গণ্যমান্য বক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 


জেবি/ আরএইচ্/