ঝুঁকি নিয়ে ট্রাকেই গন্তব্যস্থলে ঘরমুখো মানুষ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৬:৩৮ পিএম, ২৭শে জুন ২০২৩

একদিকে গণপরিবহন সংকট অন্যদিকে অতিরিক্ত ভাড়া এড়াতে ঈদ করতে ট্রাক-পিকআপে করেই বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।
মঙ্গলবার (২৭ জুন) বিকেলে সাড়ে ৪ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘুরে এ চিত্র দেখা গেছে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসে দ্বিগুণ জায়গা ভেদে তিনগুণ ভাড়া আদায় করা হচ্ছে। তাই তারা কম ভাড়ায় যাতায়াতের জন্য ট্রাক-পিকআপে চলাচল করছেন।
জনপ্রতি ৩৫০ টাকায় ২১ জন যাত্রী গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শেরপুরের উদ্দেশ্যে পিকআপে রওনা হয়েছেন।
আরও পড়ুন: যাত্রী চাপ নেই সদরঘাটে, স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ
ট্রাকে করে রওনা হওয়া আতিকুল ইসলাম জানান, তারা সবাই পাশাপাশি কারখানায় কাজ করেন। সবার বাড়ি শেরপুরের আশপাশে। ঝুঁকির সঙ্গে আনন্দও রয়েছে। বৃষ্টি ঠেকাতে বাঁশ ও ত্রিপল দিয়ে বিশেষভাবে ছাউনি প্রস্তুত রাখা হয়েছে।
হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, মহাসড়কে অনেক যাত্রী রয়েছে। অনেকেই ঝুঁকি নিয়ে চলাচল করছেন। আমাদের নজরে আসা মাত্রই আমরা তাদের বুঝিয়ে নামিয়ে নিচ্ছি।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
