কর্মজীবি মানুষের চাপ নেই সদরঘাটে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৪৬ পূর্বাহ্ন, ২রা জুলাই ২০২৩
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ। তাই প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ। তবে এখনো ঢাকা ফেরত যাত্রীদের চাপ নেই সদরঘাট লঞ্চ টার্মিনালে।
রবিবার (২ জুলাই) সকালে সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনালে এ চিত্র দেখা যায়।
চাঁদপুরগামী ইমাম হাসান-২ লঞ্চের স্টাফ হুমায়ুন জানান, ঢাকায় ফেরা যাত্রী এখনো তেমন হয়নি। গতকাল (শনিবার) রাত ১১টা ১০ মিনিটে মাত্র ১৭০ জন যাত্রী নিয়ে চাঁদপুর থেকে রওনা হয় লঞ্চটি।
আরও পড়ুন: যাত্রী চাপ নেই সদরঘাটে, স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ
ঢাকা-ইলিশা রুটের লঞ্চ সুরভী-৮ এর স্টাফ লতিফুল ইসলাম জানান, গতকাল রাতে ৩০০ জনের মতো যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে আমাদের লঞ্চ। স্বাভাবিক সময়েও এমন যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। ঈদ ছুটির তেমন একটা প্রভাব পড়েনি বলে জানান তিনি।
সদরঘাট লঞ্চ টার্মিনালের ট্রাফিক কন্ট্রোল বিভাগের কর্মকর্তা এস এম মামুন জানান, গতকাল রাত ১২টার পর থেকে সকাল ১০টা পর্যন্ত নদীপথের বিভিন্ন রুটের ৫২টি লঞ্চ ঘাটে ফিরেছে এবং ২৩টি লঞ্চ ঘাট ছেড়েছে।
যাত্রীর চাপ কেমন জানতে চাইলে তিনি বলেন, ঈদের ছুটি শেষে যেমন যাত্রী থাকার কথা তেমন নেই। স্বাভাবিক সময়ে যেমন থাকে তেমন যাত্রী লক্ষ্য করা গেছে।
জেবি/ আরএইচ/