পাঁচদিন ছুটি শেষে খুলেছে অফিস-আদালত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩
পবিত্র ঈদুল আজহার টানা পাঁচদিন ছুটি শেষে আজ রবিবার (২ জুলাই) খুলেছে সরকারি-বেসরকারি অফিস। ঈদের আমেজ নিয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন চাকরিজীবীরা।
বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। এবার ঈদের ছুটির সঙ্গে মিলিয়ে নির্বাহী আদেশে মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়। ঈদের তিন দিনের ছুটি ছিল বুধবার থেকে। শনিবার ছিল সাপ্তাহিক ছুটি।
আরও পড়ুন: আজ খুলছে অফিস-আদালত
সব মিলিয়ে পাঁচ দিনের ছুটি ভোগ করেছেন কর্মজীবীরা। সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে পাঁচ দিন কাটিয়েছেন বেসরকারি চাকরিজীবীরাও।
যেসব কর্মজীবী ঈদে ঢাকার বাইরে গেছেন তাদের অনেকে এক-দুই দিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে রবিবার অফিস খুললেও অনেকটাই ফাঁকা।
জেবি/ আরএইচ/