বিশৃঙ্খলা করে নির্বাচন ভণ্ডুল করাই বিএনপির কর্মসূচি: তথ্যমন্ত্রী

তাদের সঙ্গে যোগাযোগের কোনো প্রয়োজনও নেই তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে চেয়েছে
বিজ্ঞাপন
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি কিছুদিন পরপরই কৌশল পরিবর্তন করে। কখনো হাঁটা কর্মসূচি গ্রহণ করে, আবার কখনো বসা কর্মসূচি দেয়। আসলে তাদের মূল কৌশল দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা এবং নির্বাচন ভণ্ডুল করা।
রবিবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের কোনো যোগাযোগ নেই। তাদের সঙ্গে যোগাযোগের কোনো প্রয়োজনও নেই। তারা রাজনৈতিক কর্মসূচি পালন করতে চেয়েছে, সরকার অনুমোদন দিয়েছে।
বিজ্ঞাপন
হাছান মাহমুদ বলেন, অনেক দ্রব্যের দাম যেমন বেড়েছে, তেমনি কমেছেও। এটি খুব দুঃখজনক, আমাদের দেশে যেকোনো উৎসবের সময় কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ায়।
বিজ্ঞাপন
আইপি টিভির বিরুদ্ধে অভিযান প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, অভিযান পরিচালনার জন্য কোনো সময় নির্ধারণ করা হয়নি। যারা ইউটিউবের নামে চাঁদাবাজি করছে, মানুষের চরিত্র হরণ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রত্যেক জেলা প্রশাসককে চিঠি দিয়েছি। কেউ কেউ ঈদের আগে অভিযান শুরু করেছেন।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/