কোরআন অবমাননা, ঢাকার সুইডিশ কূটনীতিককে তলব


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩


কোরআন অবমাননা, ঢাকার সুইডিশ কূটনীতিককে তলব
ফাইল ছবি

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


রবিবার (২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে গত বুধবার স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় এক ব্যক্তি। ইরাক থেকে আসা অভিবাসী সলমন মোমিকা ঈদুল আজহার দিন মসজিদের সামনে দাঁড়িয়ে এ ঘটনা ঘটান। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাশে দাঁড়িয়ে ছিলেন।


এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। তুরস্ক এ ঘটনার তীব্র নিন্দা করে বলে, মতপ্রকাশের স্বাধীনতার নামে এ ধরনের ইসলামবিরোধী কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। 


আরও পড়ুন: সুইডেনে কোরআন পোড়ানোয় বাংলাদেশের তীব্র নিন্দা


এ নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, উদ্ধত পশ্চিমাদের আমরা একসময় শিক্ষা দেবো যে, মুসলিমদের অপমান করা মতপ্রকাশের স্বাধীনতা নয়।


সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন এ ঘটনা প্রসঙ্গে বলেন, এ ঘটনা আইনগতভাবে বৈধ হলেও অনুচিত ছিল।


জেবি/ আরএইচ/