Logo

বন্দরে সার্ভার জটিলতায় আটকে গেছে কাঁচা মরিচের চালান

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৩, ০৪:৫৭
35Shares
বন্দরে সার্ভার জটিলতায় আটকে গেছে কাঁচা মরিচের চালান
ছবি: সংগৃহীত

কাস্টমস কর্মকর্তারা এখনো কাজে যোগ দেননি ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে

বিজ্ঞাপন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ইন্টারনেটের সার্ভার জটিলতায় আটকে গেছে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচের চালান। 

এই কাঁচা মরিচের আমদানিকারক আশরাফুল রহমান জানান, কাস্টমস কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে মিলছে না কাঁচা মরিচের ট্রাক আনলোডের অনুমতি।

বিজ্ঞাপন

রবিবার (২ জুন) দুপুর আড়াইটা পর্যন্ত কাঁচা মরিচের গাড়ি আনলোডের অনুমতি মেলেনি বলে জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি জানান, ঈদের ছুটি শেষ হলেও কাস্টমস কর্মকর্তারা এখনো কাজে যোগ দেননি। ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। কাঁচা মরিচ একটি পচনশীল পণ্য। এটি যথা সময়ে লোড-আনলোড করতে না পারলে ক্ষতির আশংকা থাকে।

বিজ্ঞাপন

ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমির হামজা জানান, আমার ছয় ট্রাক আমদানি করা কাঁচা মরিচের চালান প্রবেশ করেছে। সেগুলো আনলোড চলছে। আশা করছি কাঁচা মরিচের দাম কমে যাবে।

বিজ্ঞাপন

এদিকে, কাঁচা মরিচ নিয়ে দেশে যখন তুলকালাম কাণ্ড চলছে, তখন ভোমরা বন্দরে চালান আটকে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এর পেছনে সিন্ডিকেটকে দায়ী করছেন তারা।

জেবি/ আরএইচ/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD