বন্দরে সার্ভার জটিলতায় আটকে গেছে কাঁচা মরিচের চালান


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫৭ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩


বন্দরে সার্ভার জটিলতায় আটকে গেছে কাঁচা মরিচের চালান
ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচের ট্রাক প্রবেশ। ছবি: সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ইন্টারনেটের সার্ভার জটিলতায় আটকে গেছে ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচের চালান। 


এই কাঁচা মরিচের আমদানিকারক আশরাফুল রহমান জানান, কাস্টমস কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে মিলছে না কাঁচা মরিচের ট্রাক আনলোডের অনুমতি।


রবিবার (২ জুন) দুপুর আড়াইটা পর্যন্ত কাঁচা মরিচের গাড়ি আনলোডের অনুমতি মেলেনি বলে জানান তিনি।


তিনি জানান, ঈদের ছুটি শেষ হলেও কাস্টমস কর্মকর্তারা এখনো কাজে যোগ দেননি। ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। কাঁচা মরিচ একটি পচনশীল পণ্য। এটি যথা সময়ে লোড-আনলোড করতে না পারলে ক্ষতির আশংকা থাকে।


আরও পড়ুন: ভোমরা স্থলবন্দর দিয়ে ৬ ট্রাক কাঁচা মরিচ এসেছে


ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আমির হামজা জানান, আমার ছয় ট্রাক আমদানি করা কাঁচা মরিচের চালান প্রবেশ করেছে। সেগুলো আনলোড চলছে। আশা করছি কাঁচা মরিচের দাম কমে যাবে।


এদিকে, কাঁচা মরিচ নিয়ে দেশে যখন তুলকালাম কাণ্ড চলছে, তখন ভোমরা বন্দরে চালান আটকে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এর পেছনে সিন্ডিকেটকে দায়ী করছেন তারা।


জেবি/ আরএইচ/