ভোমরা স্থলবন্দর দিয়ে ৬ ট্রাক কাঁচা মরিচ এসেছে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪১ পিএম, ২রা জুলাই ২০২৩


ভোমরা স্থলবন্দর দিয়ে ৬ ট্রাক কাঁচা মরিচ এসেছে
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে প্রবেশ করেছে ৬ ট্রাক কাঁচা মরিচ।


ঈদের ছুটি শেষে রবিবার (২ জুলাই) বেলা ১১টার দিকে প্রথম প্রথম পণ্য বোঝাই ট্রাক-লরি বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানা গেছে।


এদিকে ছুটি শেষে আমদানি রপ্তানি কার্যক্রম শুরুর প্রথম দিন দুপুর ১২টা পর্যন্ত ২১টি পাথর বোঝাই ট্রাক ও ৬টি কাঁচা মরিচের ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।


আরও পড়ুন: কাঁচা মরিচ-টমেটো আমদানির অনুমতি


স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সম্পাদক মাকসুদ খান জানান, ঈদুল আজহার কারণে গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পাঁচদিন ছুটি ছিল ভোমরা স্থল বন্দরে। রবিবার থেকে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।


তিনি আরও জানান,দুপুর ১২টা পর্যন্ত ২১টি পাথর বোঝাই ট্রাক ও ৬টি কাঁচা মরিচের ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।


জেবি/ আরএইচ