নওগাঁয় জাতীয় পার্টির অফিসে ভাঙচুর, মিটিং পণ্ড

গোপন বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগকে সংগঠিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির বৈঠক পণ্ড করে দিয়েছে ছাত্রজনতা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের উপকিল পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার ‘আলটিমেট ড্রিম’ নামে একটি এপার্টমেন্টে জড়ো হয় জাতীয় পার্টির কিছু নেতাকর্মী। দলটির জেলা আহবায়ক এ্যাড. তোফাজ্জলের নেতৃত্বে সেখানে বৈঠক করছিলেন তারা।
বিজ্ঞাপন
এ সময় সেখানে উপস্থিত হয়ে স্লোগান শুরু করে ছাত্রজনতার একাংশ। অবস্থা বেগতিক দেখে অধিকাংশ নেতাকর্মী পালিয়ে যায়। এ সময় সভাকক্ষে ঢুকে হোসাইন মোহাম্মদ এরশাদের বেশ কিছু ছবি, প্রতীকী লাঙ্গল ভাঙচুর করা হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বি, সাদমান সাকিবসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। এরপরে সেগুলোতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় তারা








