হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি পুনরায় শুরু

মহান বিজয় দিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ভারতের সঙ্গে এ বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিকভাবে চালু হয়েছে। তবে বিজয় দিবসের দিনও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আরও পড়ুন: এবার বিএনপি নেতাকে গুলি করে হত্যা
হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মহান বিজয় দিবস উপলক্ষে একদিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। ছুটি শেষে বুধবার দুপুর থেকে পুনরায় ভারতের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে বন্দরের অভ্যন্তরীণ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। এসব ট্রাক থেকে পণ্য আনলোড করে দেশীয় ট্রাকে লোড করা হচ্ছে এবং সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। এতে করে ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্টদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, বিজয় দিবস উপলক্ষে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। আজও সেই যাত্রী পারাপার নিয়মিতভাবে চলছে।
বিজ্ঞাপন
জাতীয় দিবস ও সরকারি ছুটির দিনে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকে।








