হিলিতে দাম কমলো কাঁচা মরিচের


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৮:২৭ অপরাহ্ন, ২রা জুলাই ২০২৩


হিলিতে দাম কমলো কাঁচা মরিচের
কাঁচা মরিচ

এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে ১২০ টাকা কমেছে বলে জানা গেছে। যা একদিন আগেও ৫০০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৮০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।


হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা ব্যবসায়ী মীর শহিদ জানান, কাঁচা মরিচের দামের যে ঊর্ধ্বমুখী তাতে গত কয়েকদিন ভয়েই কিনিনি। আজ ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 


আরও পড়ুন: আরও ৩৭ হাজার টন কাঁচা মরিচ আসবে


হিলি বাজারের কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ জানান, গরম ও বৃষ্টিপাত হবার কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এদিকে আমদানি ও সরবরাহও বন্ধ। এতে পণ্যটির দাম বেড়েছে। তবে গতকালের চেয়ে আজ মোকামে কাঁচামরিচের দাম কিছুটা কম।


হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন জানান, সরবরাহ কমে দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্থিতিশীল হয়ে উঠেছে। দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে ২৫ জুন আমদানির অনুমতি দেয় সরকার। এ পর্যন্ত হিলি স্থলবন্দরের সাত আমদানিকারক তিন হাজার টন কাঁচামরিচ আমদানির অনুমতি পায়। আইপি হাতে পেয়ে এলসি খুলে আমদানিকারকরা ভারতীয় রপ্তানিকারককে কপি দেওয়ায় দীর্ঘ ১০ মাস বন্ধের পর ২৬ জুন থেকে আমদানি শুরু হয়।


জেবি/ আরএইচ