দর্শনায় ৩ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৮ পিএম, ৩রা জুলাই ২০২৩

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে।
রবিবার (২ জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে দর্শনা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নিরব হোসেনের নেতৃত্বে অভিযান চালায় ঝাঁঝাডাঙ্গা বগানপাড়ায়।
এ সময় দর্শনা থানার এসআই ফজলুর রহমান, এএসআই বশির আহম্মেদ, এএসআই মামুনুর রহমানসহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ঝাঁঝাডাঙ্গা বাগানপাড়ার আনিচুর রহমানের বাড়িতে।
আরও পড়ুন: জীবননগরে গাঁজা–ফেনসিডিলসহ নারী মাদক ব্যাবসায়ী গ্রেফতার
পরে দর্শনা থানা পুলিশ বসত বাড়ীর উত্তর পার্শ্বে ভূট্টার গাদার নিচ থেকে বাজার করা ব্যাগের ভিতরে প্লাস্টিকে মোড়ানো তিন কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ গাঁজা ব্যাবসায়ী আনিছুর রহমান (৪০) ও বিপ্লব মিয়াকে (২৫) কে গ্রেফতার করে।
এ ঘটনায় এসআই ফজলু বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে। তাদের দুজনকে মামলাসহ চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরন করেছে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শরণখোলায় বস্তায় আদা চাষে কৃষকের মুখে হাসি

যারা নির্বাচনে ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চায়: শামসুজ্জামান দুদু

মাগুরায় WeCARE প্রকল্পে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা

শহীদ রাব্বির কবরস্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পুলিশ সুপারের দুঃখ প্রকাশ
