শোয়ার ঘরে মিললো বিষধর গোখরা সাপের ২০ বাচ্চা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩


শোয়ার ঘরে মিললো বিষধর গোখরা সাপের ২০ বাচ্চা
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপার চায়ের দোকানদার মুকুল হোসেনের শোয়ার ঘর থেকে পাওয়া গেছে গোখরা সাপের ২০টি জ্যান্ত বাচ্চা। 


সোমবার (৩ জুলাই) সকালে শৈলকুপা পৌরসভার মালিপাড়া থেকে মাটি খুড়ে একে একে সাপের বাচ্চাগুলো বের করে আনা হয় বলে জানা গেছে।


চঞ্চল মাহমুদ নামের একজন জানিয়েছেন, খবর পেয়ে মুকুল হোসেনের বাড়িতে যাই। সেখানে দেখি, মুকুলের টিন দিয়ে বানানো ও মেঝে মাটি দিয়ে তৈরি ঘর খনন চলছে। আর একে একে বের হচ্ছে জ্যান্ত সব সাপের বাচ্চা।


আরও পড়ুন: কমলগঞ্জে সাপের ছোবলে গৃহবধুর মৃত্যু


চা দোকানী মুকুল হোসেন জানান, বেশ কয়েকদিন ধরে মাঝে-মধ্যে বাড়ির মেয়েরা সাপের বাচ্চা দেখতে পায়। এখানে সেখানে কিল-বিল করে বেড়ায়। আবার খুব দ্রুতই কোথায় যেন হারিয়ে যায়। পরপর কয়েকবার এমন ঘটনা ঘটলে আমাদের সন্দেহ হয়। এরপর আজ সকাল থেকেই ঘরের দুই পাশের টিন খুলে মাটির মেঝে খুড়তে শুরু করি। একপর্যায়ে সাপের বাচ্চা বের হতে থাকে। তারপর শেষ পর্যন্ত ২০টি জ্যান্ত বাচ্চা পাওয়া যায়।


স্থানীয় ওঝা চিত্ত দাশ জানান, এগুলো গোখরা সাপের বাচ্চা। যা খুবই বিষধর সাপ নামে এলাকায় পরিচিত। এগুলোর বয়স কমপক্ষে ১০ দিনতো হবেই। এগুলো আমরা এখন নিয়ে যাবো। সাপ যেভাবে পালা হয় ঠিক সেভাবেই এগুলোকেও পালা হবে।


জেবি/ আরএইচ/