বইমেলা থেকে জঙ্গি সদস্য গ্রেপ্তার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বইমেলা থেকে জঙ্গি সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের অমর একুশে বইমেলা থেকে জঙ্গি সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ওই যুবক নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্য বলে জানিয়েছে পুলিশ। 

এম এ আজিজ স্টেডিয়াম এলাকা থেকে মঙ্গলবার তাকে আটক করা হলেও বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। গ্রেপ্তার মো. রুমেলের বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার ইব্রাহিমপুরে। 

পুলিশ জানায়, গ্রেপ্তার রুমেলকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে কাউন্টার টেরোরিজম ইউনিটের এক উপ পরিদর্শক (এসআই) বাদী হয়ে কোতোয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন। সন্ত্রাসবিরোধী আইনের ৮, ৯ (৩), ১১ ও ১৩ ধারায় রুমেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহাদাত হোসেন রাসেল বলেন, ‘গ্রেফতার তরুণের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।’ মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রপন্থি ও ধর্মীয় উগ্রবাদী বিভিন্ন বই পাওয়া যায়।

এসএ/