ঘটনাস্থল এখন বিস্ফোরণের ঝুঁকিমুক্ত: ফায়ার সার্ভিস


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:২৯ পূর্বাহ্ন, ৪ঠা জুলাই ২০২৩


ঘটনাস্থল এখন বিস্ফোরণের ঝুঁকিমুক্ত: ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

ঝালকাঠির সুগন্ধা নদীতে  দ্বিতীয় দফায় সাগর নন্দিনী-২ নামের তেলবাহী জাহাজে লাগা আগুন নিভে গেছে। এটি এখন বিস্ফোরণের ঝুঁকিমুক্ত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


মঙ্গলবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি সাংবাদিকদের জানান, “শনিবার (১ জুলাই) দুপুর ২টায় জাহাজটিতে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনার ঘটে। তখন আমাদের বেশ কয়েকটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সেই ভ্যাসেলটি থেকে চার লাখ লিটার পেট্রোল ও ডিজেল অপসারণের লক্ষে সাগর নন্দিনী-৪ নামক অপর একটি ট্যাংকার সেখানে আসে। বিআইডব্লিউটিএ থেকে জানতে পেরেছি প্রায় ২৫ হাজার লিটার জ্বালানি তেল অপসারণ করার পর ফের বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ওই জাহাজটিতে। এই জায়গাটা এখন নিরাপদ।”


আরও পড়ুন: তেলবাহী সেই জাহাজে ফের বিস্ফোরণে আগুন


লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আরও জানান, “আগুন নেভাতে যে পরিমাণ ফোম মিশ্রিত পানি ওখানে ব্যবহার করেছি, তাতে পর্যাপ্ত ফোম রয়েছে ভ্যাসেলটিতে। জাহাজের ভেতরে তেল সংরক্ষণের বিভিন্ন কমপার্টমেন্ট থাকে। ওখানে গ্যাস সৃষ্টি হয় বা বায়ু শূন্য হয়ে আবারও বিস্ফোরণ হতে পারে। তবে আমরা মনে করছি, পর্যাপ্ত ফোমের কারণে জায়গাটি বিস্ফোরণের আওতামুক্ত।”


উল্লেখ্য, গেল শনিবার (১ জুলাই) দুপুরে বিকট শব্দে সাগর নন্দিনী-২ জাহাজে বিস্ফোরণ ঘটে। পরে পুরো জাহাজে আগুন লেগে যায়। এতে ৪ জন শ্রমিক দগ্ধ হন এবং চারজন শ্রমিক নিখোঁজ হন। পরে দুই দিন অভিযান চালিয়ে নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার করা হয়।


জেবি/এসবি