প্রফেসর কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানি, প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গেটের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।
মানববন্ধনে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ আবুল কালাম আজাদের অপসারণ ও বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।
এ সময়ে শিক্ষার্থীরা বলেন, শুধু এখন নয় তিনি বারবার শিক্ষার্থীদের কু-প্রস্তাব দেন। বর্তমানে আমাদের বড় আপু প্রাণের ভয়ে কলেজ থেকে চলে গিয়েছেন। তিনি আতঙ্কে আছেন। শিক্ষকরা আমাদের পিতার মতো। তারা যদি আমাদের সঙ্গে এমন আচরণ করেন তাহলে আমরা কোথায় যাব এবং কার কাছ থেকে আদর্শ শিক্ষা গ্রহণ করব।
তারা আরোও বলেন, এ রকম শিক্ষক আমরা চাই না। আমরা এর বিচার চাই। আর কেউ যেন শিক্ষার্থীদের সঙ্গে এ রকম আচরণ না করে। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি আমরা।
এসএ/