বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:১৩ পিএম, ৪ঠা জুলাই ২০২৩

দুর্ঘটনা এবং চালকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় প্রাইভেটকার ও শিশু খাদ্য বহনকারী ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহাসড়কের চরভাবলা হতে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে মহাসড়কে যানজটের সৃষ্টি হওয়ায় ঢাকা ও উত্তরবঙ্গমুখী পরিবহনগুলো ভুঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়ক ব্যবহার করে চলাচল করছে। এতে ওই আঞ্চলিক সড়কেও কোথাও কোথাও পরিবহনের ধীরগতির সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম রব্বানী বলেন, মহাসড়কের জোকারচর এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে একজন নারী আহত হন। দুর্ঘটনার কারণে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে ধীরগতিতে পরিবহন চলাচল করছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

যেদিন রাস্তায় নামব, লাঠি না, বন্দুকও কিছু করতে পারবে না: কাদের সিদ্দিকী

শিবচরে ময়লার খাল উদ্ধারে প্রশাসনের উদ্যোগ
