ভারত-বাংলাদেশ বর্ডার হাট বাজারে দুই দেশের মধ্যে যৌথ সমন্বয় সভা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩


ভারত-বাংলাদেশ বর্ডার হাট বাজারে দুই দেশের মধ্যে যৌথ সমন্বয় সভা
ছবি: জনবাণী

ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন পূর্ব মধুগ্রামস্থ (মোকামিয়া) ভারত-বাংলাদেশ (পূর্ব মধুগ্রাম-শ্রীনগর) বর্ডার হাট বাজারে মঙ্গলবার সকালে ভারত-বাংলাদেশ এর মধ্যে এক যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


ভারত-বাংলাদেশ সমন্বয় সভায় বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন দক্ষিণ ত্রিপুরা জেলার ডিএম সাজু ওয়াহিদ।


সমন্বয় সভায় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক অভিষেক দাস, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়, ছাগলনাইয়া উপজেলার ৮নং রাধানগর ইউপির চেয়ারম্যান মোশারফ হোসেন সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।


আরও পড়ুন: ফেনীতে এএসপি মাহমুদুল হাসানকে বিদায়ী সংবর্ধনা


সমন্বয় সভায় ভারতের পক্ষে আরও উপস্থিত ছিলেন এডিএম সন্তোষ দাস, সিনিয়র ডেপুটি ম্যাজিষ্টেট জুগেশ রিয়াং, সহকারী কালেক্টর ড. জি সরৎ নায়েকসহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


সভায় সীমান্ত হাটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও ভারতের মাছ ব্যবসায়ীরা যেন মাছে ফরমালিন ও জেলি ব্যবহার না করে সে বিষয়েও আলোচনা হয়। আলোচনা শেষে উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে কুশলাদি বিনিময় করেন এবং উভয় পক্ষের মধ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়।


জেবি/ আরএইচ/