বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মারপিটের অভিযোগ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ৫ই জুলাই ২০২৩


বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মারপিটের অভিযোগ
অধ্যাপক সঞ্জয় কুমার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রামে আতিকুর রহমান, সাদ্দাম হোসেন, লিটন মিয়া ও জয়ন্ত কুমার মুলাসহ অজ্ঞাতনাম কয়েকজন মিলে সঞ্জয় কুমার সরকারকে মারপিটের অভিযোগ উঠেছে। সঞ্জয় কুমার সরকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক।


অভিযোগ সূত্রে জানান যায়, উপজেলার তারাপুর ইউনিয়নের তারাপুর গ্রামের মৃত অধিত চন্দ্র সরকারের ছেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারের বসতবাড়ির যাতাযাতের রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে পারিবারিকভাবে বিরোধ চলে আসছিল। 


এরই জেরধরে রবিবার (২ জুলাই) যাতাযাতের রাস্তার মাটি কেটে জমিতে দেয়ায় বাঁধা প্রদান করলে বিবাদীগণ তাকে গালিগালাজসহ বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদান করেন। এরপর বিকেলে সঞ্জয় কুমার সরকারের বসতবাড়িতে বিবাদীগণ পূনরায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসময় তাদের গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে তাঁকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলিয়ে দিয়ে মারপিট শুরু করেন। স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করলে বিবাদীগণ ঘটনাস্থল ত্যাগ করে চলে যান। 


মঙ্গলবার (৪ জুলাই) সঞ্জয় কুমার সরকার নিরুপায় হয়ে সুন্দরগঞ্জ থানা লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, তারাপুর গ্রামের তোফাজ্জল হোসেন ছেলে আতিকুর রহমান, আইয়ুব আলী ছেলে সাদ্দাম হোসেন, আনছার আলী ছেলে লিটন মিয়া ও নির্মল চন্দ্রের ছেলে জয়ন্ত কুমার মুলা বিরুদ্ধে মারপিটের অভিযোগ করেন। 


বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার জানান, পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাকে মারার জন্য আমার বসতবাড়িতে এসে গালাগালি ও মারপিট করেন এবং আমাকে হত্যা করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দেখিয়ে হুমকি প্রদান করেন।


থানা ওসি কেএম আজমিরুজ্জামান জানান, মারপিটের বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছি। ঘটনার সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরএক্স/