শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:১৩ পিএম, ৬ই জুলাই ২০২৩


শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
প্রতীকী ছবি

শ্রীনগরে গলায় ফাঁস দিয়ে আকাশ (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (৫ জুলাই) সকালে উপজেলার দামলা এলাকার একটি কবরস্থানের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। 


স্থানীয়রা সূত্রে জানা গেছে, দামলা এলাকার রিপন শেখের দোকানের কর্মচারী আকাশের সাথে একই এলাকার এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি প্রেমিকার সাথে মনোমানিল্যের জের ধরে আকাশ এই কাজ  করে। 


সে ঝিনাইদহের সাতপুকুর এলাকার আবুল হোসেনের ছেলে। প্রায় ৮ বছর ধরে রাঢ়িখালের তিনদোকান বাজারের রিপন শেখের বাবা-মা জুয়েলার্সের কর্মচারী হিসাবে কাজ করে আসছিল। 


মঙ্গলবার রাত ১ টার দিকে আকাশ তার বন্ধু মো. আব্দুল খানের সাথে মোবাইল ফোনে অস্বাভাবিক কথা বলে ফোন কেটে দেয়। পরদিন সকালে স্থানীয়রা লাল শার্ট পেচানো গলায় ফাঁস দেওয়া অবস্থায় আকাশের লাশ দেখে পুলিশে খবর দেয়। 


শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই জুবায়ের জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেছেন।


আরএক্স/