জলঢাকায় একরাতে দুই দোকানে চুরি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৩


জলঢাকায় একরাতে দুই দোকানে চুরি
প্রতীকী ছবি

নীলফামারীর জলঢাকায় একরাতে দু’টি দোকানে চুরি সংঘটিত হয়েছে বলে জানা গেছে।


মঙ্গলবার দিনগত মধ্যরাতে পৌরশহরের ডোমার-ডিমলা সড়ক থানা মোড় এলাকা সংলগ্ন স্কুল মার্কেট আর এস কম্পিউটার ও সজিব ফ্যাশন এন্ড কসমেটিক্স এ দুই দোকানে নগদ টাক সহ বেশকিছু মালামাল চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় ব্যবসায়ী মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।


জানা গেছে, ওইদিন রাতে দোকান দু’টিতে চোর হানা দেয়। তারা ওই দোকানের পিছন দিয়ে উপড়ের টিন কেটে ভিতরে প্রবেশ করে সজিব ফ্যাশন এন্ড কসমেটিক্স ও আর এস কম্পিউটার, এ দু’টি দোকান থেকে নগদ ২ লক্ষ টাকা ও ল্যাপটপ, সিসি ক্যামেরার ডিভিআরসহ বেশকিছু মালামাল চুরি করে নিয়ে যায়।


এ ঘটনায় শহরের ব্যবসায়ীদের মনে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।


আরও পড়ুন: ঈদের ছুটিতে রাজধানীতে শতাধিক চুরি-ছিনতাই


আর এস কম্পিউটারের সাদেক আলম জানায়, এঘটনায় থানায় অভিযোগ করেছি। আমরা পুলিশ প্রশাসনের কাছে চুরি বন্ধের জন্য চোরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি করছি।


উল্লেখ, এর দুইদিন পূর্বেও সজিব ফ্যাশন এন্ড কসমেটিক্সে একই কায়দায় ক্যাশের তালা ভেঙ্গে নগদ ৬০ টাকা ও দুটি মোবাইল ফোন সহ মালামাল চরি সংঘটিত হয়। 

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।


জেবি/ আরএইচ/