ঈদের ছুটিতে রাজধানীতে শতাধিক চুরি-ছিনতাই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩


ঈদের ছুটিতে রাজধানীতে শতাধিক চুরি-ছিনতাই
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার ৫ দিনের ছুটিতে রাজধানী ছাড়েন অসংখ্য মানুষ। এই সুযোগে ফাঁকা ঢাকায় শতাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এদিকে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছেন পুলিশের একজন সদস্য।


ডিএমপি সূত্র জানিয়েছে, ঈদের ছুটির চার দিনে রাজধানীর ৫০ টি থানায় শতাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির অভিযোগ এসেছে। 


এই সময়ে বাড্ডা এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। রামপুরায় ছিনতাইকারীর কবলে পড়েছেন গণমাধ্যমকর্মী। ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।


পুলিশ সদস্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হলেও অন্যান্য ঘটনায় অপরাধীদের শনাক্ত বা গ্রেফতার করতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা।


আরও পড়ুন: ঈদে পেশাদার অপরাধীরা জেলে থাকলে চুরি-ছিনতাই কম হবে


যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বলছে, চুরি, ছিনতাই বা ডাকাতির ঘটনা এড়াতে কাজ করছেন তারা।


আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, অনেক ক্ষেত্রে চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটলে কেউ থানায় অভিযোগ জানায় না। সে কারণে ঘটনাগুলো সব উঠে আসে না। থানায় অভিযোগ জানালে, আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অপরাধীদের গ্রেফতার করা সহজ হয়।


জেবি/ আরএইচ/