চট্টগ্রাম থেকে অস্ত্র ও গুলি নিয়ে ফেরার পথে রোহিঙ্গা যুবক আটক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০০ পিএম, ৬ই জুলাই ২০২৩

চট্টগ্রামের কেরানীহাট থেকে অস্ত্র ও গুলি নিয়ে ক্যাম্পে ফেরার পথে ফরিদ আলম (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়াস্থ সড়ক থেকে তাকে আটক করা হয়।
ফরিদ আলম উখিয়ার ৩ নম্বর ক্যাম্পের এ/১৪ বøকের দুদু মিয়ার ছেলে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র এবং ২৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ফরিদ কেরানীহাট থেকে সকালে অস্ত্র ও গুলি নিয়ে ক্যাম্পে যাওয়ার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এব্যাপারে অস্ত্র আইনে মামলা করে আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরএক্স/